Ajker Patrika

বাসা ভাড়া নিয়ে মাদকের গোডাউন, ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার 

সাভার (ঢাকা) প্রতিনিধি
বাসা ভাড়া নিয়ে মাদকের গোডাউন, ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার 

শুধুমাত্র মাদকের কারবারের জন্যই একটি বাসা ভাড়া নিয়ে গোডাউন বানানো হয়েছিল। ভাড়া বাসা থেকে নিজের বাড়ির দূরত্ব বেশি না হলেও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নির্বিঘ্নে মাদকের কারবারের জন্যই এই পথ বেছে নিয়েছেন সাভারের এক মাদক কারবারি। আর এটিই ছিল তাঁর একমাত্র পেশা। 

মাদকের একটি চালানসহ মো. জাহাঙ্গীর আলম (৫০) নামের ওই কারবারিকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা বিভাগের (ডিবি) উপপরিদর্শক (এসআই) আমিনুল মৃধা। 

আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত মাদক কারবারিকে আদালতে পাঠানো হয়েছে। গতকাল বুধবার রাতে তাঁর ভাড়া বাসার সেই গোডাউনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। 

গ্রেপ্তারকৃত মো. জাহাঙ্গীর আলম সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের জনতা হাউজিং এলাকার বাসিন্দা। 

ডিবি পুলিশ বলছে, জাহাঙ্গীর আলমের কাছ থেকে ৩ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে জব্দ করা হয়েছে। তেঁতুলঝোড়ার জনতা হাউজিং এলাকায় তাঁর নিজের একটি বাড়ি থাকলেও সাভারের রাজ ফুলবাড়িয়া এলাকায় আরও একটি বাসা ভাড়া নিয়ে সেখানেই মাদকের গোডাউন বানিয়েছিলেন তিনি। তিন রুমের একটি ব্যাচেলর ফ্ল্যাটে একটি রুম ভাড়া নিয়েছিলেন তিনি। সেখানে অভিযান চালিয়েই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। 

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিনুল মৃধা বলেন, ‘প্রায় ৮ বছর ধরে মাদক কারবারের সাথে জড়িত এই জাহাঙ্গীর আলম। তাঁকে চট্টগ্রাম এলাকা থেকে মাদকের চালান এনে দিত আরেক সহযোগী। তাঁকে পলাতক আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তাঁর সহযোগীকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁর বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত