Ajker Patrika

বহিষ্কৃত ছাত্রলীগ নেতা জামিনের তিন দিন পর ফের ইয়াবাসহ গ্রেপ্তার

মোরেলগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৯: ৫৯
বহিষ্কৃত ছাত্রলীগ নেতা জামিনের তিন দিন পর ফের ইয়াবাসহ গ্রেপ্তার

বাগেরহাটের মোরেলগঞ্জে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা ইব্রাহিম ফরাজি (৩২) আবারও ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার আদর্শপাড়া এলাকায় তাঁর বসতবাড়িতে অভিযান চালিয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল তাঁকে ২০৯টি ইয়াবাসহ গ্রেপ্তার করে। 

পরে ইয়াবাসহ ইব্রাহিম ফরাজিকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় অভিযানে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিলন কুমার ব্যানার্জি বাদী হয়ে থানায় মামলা করেছেন।  

জানা গেছে, ইব্রাহিম ফরাজি ২৪৫টি ইয়াবাসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়ায় ২০১৯ সালের ১০ জুলাই ছাত্রলীগ থেকে তাঁকে বহিষ্কার করা হয়। ওই সময় তিনি মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদে ছিলেন। গত ২৬ ফেব্রুয়ারি ১৪০টি ইয়াবাসহ মোরেলগঞ্জ থানা-পুলিশ ইব্রাহিম ফরাজিকে গ্রেপ্তার করেছিল। 

সেই মামলায় জামিনে ছাড়া পাওয়ার তিন দিন পরে আবার তিনি ইয়াবাসহ গ্রেপ্তার হন। ২০২২ সালের ১৮ মে তাঁর বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ১ হাজার ২০০টি ইয়াবাসহ মহিমা আক্তার মৌ নামে এক বহিরাগত নারীকে পুলিশ গ্রেপ্তার করে। এসব ঘটনায় দায়ের হওয়া মামলায় ইব্রাহিম ফরাজি আসামি রয়েছেন বলে থানা-পুলিশ জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত