Ajker Patrika

বগুড়ায় ৫০০টি ইয়াবাসহ দুজন গ্রেপ্তার 

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৮: ১১
Thumbnail image

বগুড়ার শাজাহানপুরে ৫০০টি ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ডিবি পুলিশ শহরে বনানী গোলচত্বর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার হওয়া দুজন হলেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার যাদুরানী গ্রামের সফিকুল ইসলাম (৪২) এবং বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দিঘলকান্দী গ্রামের আশিকুর রহমান বাবু ওরফে মাহবুব (৩৫)। 

বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, ঠাকুরগাঁওয়ের সফিকুল ইয়াবা চোরাচালান চক্রের মূল হোতা। তিনি কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে বগুড়ায় আসেন। এখানকার আঞ্চলিক সহযোগী আশিকুরের মাধ্যমে ইয়াবা বিক্রির জন্য বনানী গোলচত্বরে অপেক্ষা করছিলেন সফিকুল। 

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের দেহ তল্লাশি করে মোট ৫০০টি ইয়াবা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে শাজাহানপুর থানায় মামলা দায়ের হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত