Ajker Patrika

ফেনীতে শতাধিক ইয়াবাসহ দুই ছাত্রলীগ নেতা আটক

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১৯: ২৮
Thumbnail image

ফেনীতে ছাত্রলীগের দুই নেতাসহ তিন যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে শতাধিক ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার রাতে ফেনী জেনারেল হাসপাতাল চৌরাস্তার মোড়ের পেট্রলপাম্পের পাশ থেকে তাঁদের আটক করে পুলিশ।

আটক যুবকেরা হলেন ওসমান গনি লিটন (২৪), ছাফওয়ান বিন এনায়েত রাফি (২১) ও কাজী মোবাশ্বির নুর অর্ণব (২২)। এঁর মধ্যে ওসমান গনি লিটন পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সাফওয়ান বিন এনায়েত রাফি পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শহরের ফেনী জেনারেল হাসপাতাল চৌরাস্তার মোড়ের পেট্রলপাম্প এলাকায় অভিযান চালায়। এ সময় মোটরসাইকেলে থাকা তিন যুবকের কাছ থেকে শতাধিক ইয়াবা উদ্ধার করে পুলিশ। তা ছাড়া জব্দ করা হয় তাঁদের ব্যবহৃত মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, ইয়াবাসহ আটক যুবকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত