যার জন্য সব হারালেন ইমরান—সেই চীন-রাশিয়া এখন গেল কই?
তিন বছরের কারাদণ্ড আর পাঁচ বছরের রাজনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে পাঞ্জাবের অ্যাটক কারাগারে দিন গুনছেন ইমরান খান। দেড় বছর আগে তিনি যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, তখন কেউ কি ঘুণাক্ষরেও ভেবেছিল তাঁর এমন পরিণতি হবে? সে সময় শুধু দেশের ভেতরেই নয়, ভূরাজনীতির বৈশ্বিক মঞ্চেও দাবার চালে ব্যস্ত ছিলেন তিনি। অথচ