কারাগারের ভেতরে মানবেতর পরিস্থিতির মধ্যে রয়েছেন বলে আইনজীবীকে জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিন বছরের কারাদণ্ড হওয়ার পর পাকিস্তানের পাঞ্জাবে অবস্থিত অ্যাটক কারাগারে বন্দী আছেন তিনি।
সোমবার ইমরান খানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁর আইনবিষয়ক মুখপাত্র নায়েম হায়দার পাঞ্জুথা। দেখা করার পর সাংবাদিকদের নায়েম জানান, কারাগারে যাওয়ার পর এখন পর্যন্ত তিনিই একমাত্র ব্যক্তি, যিনি ইমরান খানের সঙ্গে দেখা করেছেন। দেখা করার সময় ইমরান তাঁকে বলেছেন, ‘আমার সঙ্গে এমন আচরণ করা হচ্ছে, যেন আমি কোনো সন্ত্রাসী।’
ইমরান খানকে খুব ছোট ও অন্ধকারাচ্ছন্ন এমন একটি জেল কুঠুরিতে রাখা হয়েছে, যেখানে তাঁকে খোলা টয়লেট ব্যবহার করতে হচ্ছে। একটি ফ্যান ছাড়া ওই কুঠুরিতে আর কোনো সুবিধা নেই বলেও দাবি করেন নায়েম।
তিনি বলেন, ‘তাঁর (ইমরান খান) মনোবল এখনো অনেক শক্ত এবং যেকোনো মূল্যে তিনি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাবেন।’
নায়েম জানান, কথাবার্তার একপর্যায়ে ইমরান খান তাঁকে বলেছেন, ‘জনগণকে বলে দাও, আমি আমার নীতির সঙ্গে কখনোই আপস করব না।’
নায়েম জানান, মঙ্গলবার আদালতের রায়ের বিরুদ্ধে তাঁরা আপিল করবেন।
এদিকে ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তর করার আবেদন জানিয়েছে তাঁর দল পিটিআই। সোমবার ইসলামাবাদ হাইকোর্টে এই আবেদন করা হয়। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে এবং শিক্ষাগত যোগ্যতা, সামাজিক ও রাজনৈতিক অবস্থান বিবেচনায় তাঁকে কারাগারে প্রথম শ্রেণির সুবিধা দেওয়ার অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া ইমরান খানের সঙ্গে তাঁর পরিবারের সদস্য ও আইনজীবীদের নিয়মিত সাক্ষাতের সুযোগ দিতে আলাদা আরেকটি আবেদন করা হয়েছে।
কারাগারের ভেতরে মানবেতর পরিস্থিতির মধ্যে রয়েছেন বলে আইনজীবীকে জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিন বছরের কারাদণ্ড হওয়ার পর পাকিস্তানের পাঞ্জাবে অবস্থিত অ্যাটক কারাগারে বন্দী আছেন তিনি।
সোমবার ইমরান খানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁর আইনবিষয়ক মুখপাত্র নায়েম হায়দার পাঞ্জুথা। দেখা করার পর সাংবাদিকদের নায়েম জানান, কারাগারে যাওয়ার পর এখন পর্যন্ত তিনিই একমাত্র ব্যক্তি, যিনি ইমরান খানের সঙ্গে দেখা করেছেন। দেখা করার সময় ইমরান তাঁকে বলেছেন, ‘আমার সঙ্গে এমন আচরণ করা হচ্ছে, যেন আমি কোনো সন্ত্রাসী।’
ইমরান খানকে খুব ছোট ও অন্ধকারাচ্ছন্ন এমন একটি জেল কুঠুরিতে রাখা হয়েছে, যেখানে তাঁকে খোলা টয়লেট ব্যবহার করতে হচ্ছে। একটি ফ্যান ছাড়া ওই কুঠুরিতে আর কোনো সুবিধা নেই বলেও দাবি করেন নায়েম।
তিনি বলেন, ‘তাঁর (ইমরান খান) মনোবল এখনো অনেক শক্ত এবং যেকোনো মূল্যে তিনি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাবেন।’
নায়েম জানান, কথাবার্তার একপর্যায়ে ইমরান খান তাঁকে বলেছেন, ‘জনগণকে বলে দাও, আমি আমার নীতির সঙ্গে কখনোই আপস করব না।’
নায়েম জানান, মঙ্গলবার আদালতের রায়ের বিরুদ্ধে তাঁরা আপিল করবেন।
এদিকে ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তর করার আবেদন জানিয়েছে তাঁর দল পিটিআই। সোমবার ইসলামাবাদ হাইকোর্টে এই আবেদন করা হয়। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে এবং শিক্ষাগত যোগ্যতা, সামাজিক ও রাজনৈতিক অবস্থান বিবেচনায় তাঁকে কারাগারে প্রথম শ্রেণির সুবিধা দেওয়ার অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া ইমরান খানের সঙ্গে তাঁর পরিবারের সদস্য ও আইনজীবীদের নিয়মিত সাক্ষাতের সুযোগ দিতে আলাদা আরেকটি আবেদন করা হয়েছে।
তানজানিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত নর্থ মারা সোনার খনি একদিকে যেমন দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করছে, অন্যদিকে স্থানীয় মানুষের জন্য নিয়ে এসেছে ভয়াবহ দুর্দশা, নির্যাতন আর মৃত্যু। আন্তর্জাতিক বাজারে সোনার দাম হু হু করে বাড়ায় এ খনিকে কেন্দ্র করে রাজনৈতিক দমন-পীড়ন, পুলিশি সহিংসতা ও অপহরণের মতো ঘটনা বাড়ছে।
৪৪ মিনিট আগেস্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এই অপরাধী চক্রের মূল হোতা একজন বাংলাদেশি নাগরিক। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন নেপালি নাগরিক পুলিশকে জানিয়েছে কীভাবে মিথানল মিশিয়ে মদ তৈরি ও বিক্রি করা হতো। কর্তৃপক্ষ আবাসিক ও শিল্প এলাকাগুলোয় অভিযান চালিয়ে এই অবৈধ কারখানাগুলো খুঁজে বের করে।
২ ঘণ্টা আগেব্রিটিশ রাজপরিবারের প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট শিগগিরই পরিবার-পরিজন নিয়ে উইন্ডসরে নতুন বাড়িতে উঠতে যাচ্ছেন। এই বছরই তাঁরা তাঁদের তিন সন্তান জর্জ, শার্লট ও লুইসকে নিয়ে উইন্ডসর গ্রেট পার্কের সবুজঘেরা ফরেস্ট লজে উঠবেন বলে ব্রিটেনের সংবাদ সংস্থা পিএ মিডিয়া জানিয়েছে।
২ ঘণ্টা আগেআগামীকাল সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গেছে, এ বৈঠকে জেলেনস্কিকে সঙ্গে নিয়ে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ বেশ কয়েকজন ইউরোপীয় নেতাও
৩ ঘণ্টা আগে