‘কিন্তু’ রেখে মেসি বললেন, আগের চেয়ে ভালো আছেন
বাঁ পায়ের জাদুতেই প্রায় দুই দশক ধরে ফুটবল দুনিয়াকে বুঁদ করে রেখেছেন লিওনেল মেসি। সেই পা যদি চোটে পড়ে, মাঠে নামবেন কী করে! বাঁ পায়ে চোট থাকায় দুই দিন আগে প্রীতি ম্যাচে হংকং একাদশের বিপক্ষে খেলেননি। পুরো ম্যাচ দেখেছেন বেঞ্চে বসে। সেটি নিয়ে অবশ্য ক্ষুব্ধ সমর্থকেরা। হবেই না বা কেন! স্টেডিয়ামে বসে বিশ্বস