Ajker Patrika

গ্যালারিতে স্ত্রীর সঙ্গে বসে মায়ামির পরাজয় দেখলেন মেসি

গ্যালারিতে স্ত্রীর সঙ্গে বসে মায়ামির পরাজয় দেখলেন মেসি

লিওনেল মেসিকে বেশি খাটানো হচ্ছে বলে কিছুদিন আগে জানিয়েছিলেন জেরার্ড মার্তিনো। তাই আজকে মন্ট্রিলের বিপক্ষে মেসিকে বিশ্রামে রেখেছিলেন তিনি। কিন্তু তাঁকে বিশ্রাম দেওয়ার ফলটা যে ভালো হয়নি ইন্টার মায়ামির। 

মন্ট্রিলের কাছে ৩-২ গোলে হেরে মেজর লিগ সকারের প্রথম পরাজয় দেখেছে মায়ামি। প্রথম তিন ম্যাচে অপরাজিত থাকা দলটি আজ শুধু মেসিকেই বিশ্রাম দেয়নি, প্রথম পছন্দের একাদশের আরও বেশ কজনকে আজ শুরুতে নামাননি মার্তিনো। তার ফল দ্রুতই পেয়েছেন তিনি। 

মেসি-লুইস সুয়ারেজ-সার্জিও বুসকেতসদের ছাড়া খেলতে নেমে ১৩ মিনিটে গোল হজম করে বসে মায়ামি। মন্ট্রিলের হয়ে গোলটি করেন ফার্নান্দো আলভারেজ। প্রথমার্ধে আর কোনো গোল না হলে দুই দল বিরতিতে যায়। গোল শোধ দিতে বিরতির পর বুসকেতসকে মাঠে নামিয়ে দেন মার্তিনো। তার সুফলও পায় দল। ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ৭১ মিনিটে গোল শোধ করে মায়ামি। 

লওসন সান্ডার‍ল্যান্ডের সহায়তায় দলকে সমতায় ফেরান লিয়োন্দ্রো ক্যাম্পানা। তবে সমতাটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মায়ামি। ৪ মিনিট পরেই দ্বিতীয় গোল হজম কর বসে তারা। ৭৫ মিনিটে মন্ট্রিলকে লিড এনে দেন মাতিয়াস কোকারো। ৩ মিনিট পর তৃতীয় গোলও পেয়ে যায় মন্ট্রিল। ৭৮ মিনিটে জোসেফ মার্তিনেজের ক্রস থেকে গোলটি করেন সুনুসি ইব্রাহিম। তার আগে ম্যাচে ফিরতি সুয়ারেজও মাঠে নামেন। তাঁকে ম্যাচে নামানো হবে না বলেই স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোরর সঙ্গে গ্যালারিতে বসে খেলা দেখেন মেসি। 

সুয়ারেজ নামলেও কোনো লাভ হয়নি। শেষদিকে শুধু হারের ব্যবধানটাই কমাতে পেরেছে মায়ামি। ৮০ মিনিটে দুই স্প্যানিশ জর্দি আলবা ও বুসকেতসের যুগলবদন্দীতে ব্যবধান কমায় মায়ামি। মিডফিল্ডার বুসকেতসের পাস থেকে দলের দ্বিতীয় গোলটি করেন ডিফেন্ডার আলবা। এরপর আর কোনো গোল করতে না পারলে লিগে প্রথম হারের স্বাদ পায় মায়ামি। প্রতিপক্ষের কাছে ৩-২ গোলে হারলেও ইস্টার্ন কনফারেন্সে এখনো শীর্ষে রয়েছে মায়ামি। ৪ ম্যাচে ৭ পয়েন্টে এক নম্বরে তারা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট মন্ট্রিল, কলম্বাস, নিউইয়র্ক রেড বুলস ও টরেন্টোর। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় মেসিরাই শীর্ষে আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত