ক্রীড়া ডেস্ক
ইন্টার মায়ামির একাদশে এখন লিওনেল মেসির দেখা না পাওয়া যেন এখন চেনাপরিচিত দৃশ্য হয়ে গেছে। কখনো তিনি নামছেন বদলি খেলোয়াড় হিসেবে শেষ মুহূর্তে। কখনোবা তিনি খেলছেনই না।
হংকং একাদশের বিপক্ষে গতকাল হংকং স্টেডিয়ামে মুখোমুখি হয় ইন্টার মায়ামি। এই ম্যাচের আয়োজক ছিল টেটলার এশিয়া। ম্যাচটি দেখতে স্টেডিয়ামে ছিল উপচে পড়া ভিড়। এত পরিমাণ ভক্ত-সমর্থকের আসার কারণ যে মেসিকে দেখা, সেটা আর না বললেও চলছে। কিন্তু ম্যাচে মেসিকে নামানো হয়নি এক মিনিটও। তাতে আয়োজকদের ওপর অসন্তোষ প্রকাশ করেছে হংকং সরকার। একই সঙ্গে তাদের (আয়োজক) থেকে ডলার কেটে নেওয়ার ইঙ্গিত দিয়েছে দেশটির সরকার। সরকারের পক্ষ থেকে এক বিবৃতি বলা হয়েছে, ‘মেজর স্পোর্টস ইভেন্ট কমিটি (এমএসইসি) ১৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছিল, বাংলাদেশি মুদ্রায় তা ২১ কোটি ২৭ লাখ টাকা। এর মধ্যে ১০ লাখ ডলার (১১ কোটি ৮ লাখ টাকা) ছিল স্টেডিয়ামের জন্য। মেসিকে আজ না খেলানোয় সরকারের পাশাপাশি ফুটবল ভক্তরা আয়োজকদের আয়োজন নিয়ে ভীষণ হতাশ। সব ফুটবল সমর্থকদের কাছে এর ব্যাখ্যা আয়োজকদের দিতে হবে। মেসি না খেলায় তহবিলের পরিমাণ কমে গেছে। শর্তাবলী দেখে আয়োজকদের ওপর ব্যবস্থা নেবে এমএসইসি।’
হংকং একাদশের বিপক্ষে গতকাল ৪-১ গোলে জিতেছে ইন্টার মায়ামি। মায়ামির গোল চারটি করেছেন রবার্ট টেলর, লসন কোনারি সান্ডারল্যান্ড, লিওনার্দো কাম্পানো ও রায়ান সেইলর। অন্যদিকে এই ম্যাচে মেসি যেমন খেলেননি, তেমনি ছিলেন না লুইস সুয়ারেজও। দ্বিতীয়ার্ধ থেকেই টিকিটের টাকা ফেরত পাওয়ার দাবি তোলেন গ্যালারিতে উপস্থিত দর্শকেরা। এমনকি ম্যাচ শেষে মেসিকে না খেলানোয় ক্ষমা চেয়েছেন মায়ামির কোচ জেরার্দো টাটা মার্তিনো। আয়োজক টেটলার এশিয়া পরে এক বিবৃতিতে বলেছে, ‘সংবাদমাধ্যমে বেশ কিছু সংবাদ প্রকাশ হওয়ার পরও টেটলার মেসি বা সুয়ারেজের না খেলার ব্যাপারে কোনো কিছুই জানত না টেটলার।’
ইন্টার মায়ামির একাদশে এখন লিওনেল মেসির দেখা না পাওয়া যেন এখন চেনাপরিচিত দৃশ্য হয়ে গেছে। কখনো তিনি নামছেন বদলি খেলোয়াড় হিসেবে শেষ মুহূর্তে। কখনোবা তিনি খেলছেনই না।
হংকং একাদশের বিপক্ষে গতকাল হংকং স্টেডিয়ামে মুখোমুখি হয় ইন্টার মায়ামি। এই ম্যাচের আয়োজক ছিল টেটলার এশিয়া। ম্যাচটি দেখতে স্টেডিয়ামে ছিল উপচে পড়া ভিড়। এত পরিমাণ ভক্ত-সমর্থকের আসার কারণ যে মেসিকে দেখা, সেটা আর না বললেও চলছে। কিন্তু ম্যাচে মেসিকে নামানো হয়নি এক মিনিটও। তাতে আয়োজকদের ওপর অসন্তোষ প্রকাশ করেছে হংকং সরকার। একই সঙ্গে তাদের (আয়োজক) থেকে ডলার কেটে নেওয়ার ইঙ্গিত দিয়েছে দেশটির সরকার। সরকারের পক্ষ থেকে এক বিবৃতি বলা হয়েছে, ‘মেজর স্পোর্টস ইভেন্ট কমিটি (এমএসইসি) ১৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছিল, বাংলাদেশি মুদ্রায় তা ২১ কোটি ২৭ লাখ টাকা। এর মধ্যে ১০ লাখ ডলার (১১ কোটি ৮ লাখ টাকা) ছিল স্টেডিয়ামের জন্য। মেসিকে আজ না খেলানোয় সরকারের পাশাপাশি ফুটবল ভক্তরা আয়োজকদের আয়োজন নিয়ে ভীষণ হতাশ। সব ফুটবল সমর্থকদের কাছে এর ব্যাখ্যা আয়োজকদের দিতে হবে। মেসি না খেলায় তহবিলের পরিমাণ কমে গেছে। শর্তাবলী দেখে আয়োজকদের ওপর ব্যবস্থা নেবে এমএসইসি।’
হংকং একাদশের বিপক্ষে গতকাল ৪-১ গোলে জিতেছে ইন্টার মায়ামি। মায়ামির গোল চারটি করেছেন রবার্ট টেলর, লসন কোনারি সান্ডারল্যান্ড, লিওনার্দো কাম্পানো ও রায়ান সেইলর। অন্যদিকে এই ম্যাচে মেসি যেমন খেলেননি, তেমনি ছিলেন না লুইস সুয়ারেজও। দ্বিতীয়ার্ধ থেকেই টিকিটের টাকা ফেরত পাওয়ার দাবি তোলেন গ্যালারিতে উপস্থিত দর্শকেরা। এমনকি ম্যাচ শেষে মেসিকে না খেলানোয় ক্ষমা চেয়েছেন মায়ামির কোচ জেরার্দো টাটা মার্তিনো। আয়োজক টেটলার এশিয়া পরে এক বিবৃতিতে বলেছে, ‘সংবাদমাধ্যমে বেশ কিছু সংবাদ প্রকাশ হওয়ার পরও টেটলার মেসি বা সুয়ারেজের না খেলার ব্যাপারে কোনো কিছুই জানত না টেটলার।’
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১১ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৫ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৬ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৭ ঘণ্টা আগে