ডাচ প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে ইসলাম-বিদ্বেষী নেতার ইস্তফা
২০২৩ সালের পার্লামেন্ট নির্বাচনে নিজ দলের নাটকীয় বিজয় সত্ত্বেও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ালেন ইসলাম-বিদ্বেষী জনতুষ্টিবাদী নেতা গির্ট ওয়াইল্ডার্স। সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে ফ্রিডম পার্টির (পিভিভি) নেতা গির্ট ওয়াইল্ডার্স লিখেছেন, ‘জোটের সব দল যদি সমর্থন দেয় ত