ম্যানচেস্টার ইউনাইটেডকে পেল বার্সেলোনা
চ্যাম্পিয়নস লিগ থেকে বার্সেলোনা, জুভেন্টাসদের মতো পরাশক্তির দলগুলোর বিদায়ের পরেই বোঝা গেছে ইউরোপা লিগ এবার জমবে। তবে টুর্নামেন্টের মূল পর্বে খেলতে নক আউট প্লে-অফ খেলতে হবে দল দুটিকে। আজ চ্যাম্পিয়নস লিগ ড্রয়ের পর ইউরোপা লিগের প্লে-অফের ড্রও অনুষ্ঠিত হয়েছে উয়েফার সদর দপ্তর নিওনে।