ইউরোপিয়ান ফুটবলে চলতি মৌসুমে রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করা যেন নিয়মিত চিত্র। প্রায় ম্যাচেই রেফারির বিরুদ্ধে ভুল সিদ্ধান্তের অভিযোগ শোনা যায়। গতকাল ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড-রিয়াল বেতিস ম্যাচে ‘হ্যান্ডবল’ বিতর্কে নেটিজেনরা হতাশা প্রকাশ করেছেন।
ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল বেতিসের মুখোমুখি হয়েছিল ইউনাইটেড। বিতর্কিত হ্যান্ডবলের ঘটনা ঘটে ম্যাচের প্রথমার্ধেই। ৩২ মিনিটে বেতিসের সমতাসূচক গোল করেন আয়োজ পেরেজ। পেরেজের এই গোলে অ্যাসিস্ট করেন জুয়াম্মি। অ্যাসিস্ট করার সময় বুক দিয়ে রিসিভ করেন স্প্যানিশ এই লেফট উইঙ্গার। তখন তাঁর বাম হাতে হালকা লেগে যায়। তবু রেফারি ড্যানিয়েল সাইবার্ট গোল বাতিল করেননি।
এই গোল নিয়ে সামাজিকমাধ্যমে অনেকে প্রতিবাদের ঝড় তুলেছেন। নিকিতা ক্রুশেভ নামের একজন টুইট করেছেন, ‘আবারও স্প্যানিশ প্রতিপক্ষ। আরও এক হঠকারী সিদ্ধান্ত আমাদের ভুগিয়েছে। অ্যাসিস্টে পরিষ্কার হ্যান্ডবল হওয়া সত্ত্বেও এটা গোল হয় কীভাবে?’ ডোম নামের একজন টুইট করেন, ‘সোসিয়াদাদের বিপক্ষে বল লিচার পায়ে লেগে তারপর তাঁর হাতে লাগে। তাতে পেনাল্টি দেওয়া হয়েছে। বেতিসের বিপক্ষে বল জুয়াম্মির বুকে লাগার পর তাঁর হাতে লাগে। তবু ফ্রি কিক দেওয়া হয়নি।’
ওল্ড ট্রাফোর্ডে গতকাল বেতিসকে ৪-১ গোলে হারিয়েছে ইউনাইটেড। ইউনাইটেডের গোল চারটি করেছেন মার্কাস রাশফোর্ড, অ্যান্টনি, ব্রুনো ফার্নান্দেজ ও বাউট ওয়েগহোর্স্ট।
ইউরোপিয়ান ফুটবলে চলতি মৌসুমে রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করা যেন নিয়মিত চিত্র। প্রায় ম্যাচেই রেফারির বিরুদ্ধে ভুল সিদ্ধান্তের অভিযোগ শোনা যায়। গতকাল ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড-রিয়াল বেতিস ম্যাচে ‘হ্যান্ডবল’ বিতর্কে নেটিজেনরা হতাশা প্রকাশ করেছেন।
ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল বেতিসের মুখোমুখি হয়েছিল ইউনাইটেড। বিতর্কিত হ্যান্ডবলের ঘটনা ঘটে ম্যাচের প্রথমার্ধেই। ৩২ মিনিটে বেতিসের সমতাসূচক গোল করেন আয়োজ পেরেজ। পেরেজের এই গোলে অ্যাসিস্ট করেন জুয়াম্মি। অ্যাসিস্ট করার সময় বুক দিয়ে রিসিভ করেন স্প্যানিশ এই লেফট উইঙ্গার। তখন তাঁর বাম হাতে হালকা লেগে যায়। তবু রেফারি ড্যানিয়েল সাইবার্ট গোল বাতিল করেননি।
এই গোল নিয়ে সামাজিকমাধ্যমে অনেকে প্রতিবাদের ঝড় তুলেছেন। নিকিতা ক্রুশেভ নামের একজন টুইট করেছেন, ‘আবারও স্প্যানিশ প্রতিপক্ষ। আরও এক হঠকারী সিদ্ধান্ত আমাদের ভুগিয়েছে। অ্যাসিস্টে পরিষ্কার হ্যান্ডবল হওয়া সত্ত্বেও এটা গোল হয় কীভাবে?’ ডোম নামের একজন টুইট করেন, ‘সোসিয়াদাদের বিপক্ষে বল লিচার পায়ে লেগে তারপর তাঁর হাতে লাগে। তাতে পেনাল্টি দেওয়া হয়েছে। বেতিসের বিপক্ষে বল জুয়াম্মির বুকে লাগার পর তাঁর হাতে লাগে। তবু ফ্রি কিক দেওয়া হয়নি।’
ওল্ড ট্রাফোর্ডে গতকাল বেতিসকে ৪-১ গোলে হারিয়েছে ইউনাইটেড। ইউনাইটেডের গোল চারটি করেছেন মার্কাস রাশফোর্ড, অ্যান্টনি, ব্রুনো ফার্নান্দেজ ও বাউট ওয়েগহোর্স্ট।
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৯ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে