Ajker Patrika

ম্যানচেস্টার ইউনাইটেডকে পেল বার্সেলোনা

ম্যানচেস্টার ইউনাইটেডকে পেল বার্সেলোনা

চ্যাম্পিয়নস লিগ থেকে বার্সেলোনা, জুভেন্টাসদের মতো পরাশক্তির দলগুলোর বিদায়ের পরেই বোঝা গেছে ইউরোপা লিগ এবার জমবে। তবে টুর্নামেন্টের মূল পর্বে খেলতে নক আউট প্লে-অফ খেলতে হবে দল দুটিকে। আজ চ্যাম্পিয়নস লিগ ড্রয়ের পর ইউরোপা লিগের প্লে-অফের ড্রও অনুষ্ঠিত হয়েছে উয়েফার সদর দপ্তর নিওনে।

ড্রতে শক্ত প্রতিপক্ষই পেয়েছে বার্সালোনা। ইউরোপা লিগের গ্রুপ সেরা হতে না পারায় ম্যানচেস্টার ইউনাইটেডকেও খেলতে হচ্ছে প্লে-অফে। ড্র ভাগ্যে তাই দুই দল মুখোমুখি হবে একে অপরের। প্লে-অফের জয়ী দল খেলবে টুর্নামেন্টের ৮ গ্রুপ সেরাদের সঙ্গে। ফলে বার্সা-ম্যানইউর মধ্যে একদলের নিশ্চিত বিদায়। অন্যদিকে জুভেন্টাস মুখোমুখি হবে নঁতের বিপক্ষে।

প্লে-অফের ৮ বিজয়ী দল সুযোগ পাবে রাউন্ড-১৬ তে। পরে লিগটির গ্রুপ সেরা ৮ দলের সঙ্গে আবারও ড্র অনুষ্ঠিত হবে। প্লে-অফের প্রথম লেগ শুরু হবে ১৬ ফেব্রুয়ারিতে। আর ফিরতি লেগ ২৩ ফেব্রুয়ারি।

প্লে-অফে কোন দল কার মুখোমুখি—

বার্সেলোনা-ম্যানচেস্টার ইউনাইটেড

জুভেন্টাস-নঁতে

স্পোর্টিং লিসবন-মিতিউলান

শাখতার দোনেৎস্ক-রেনে

আয়াক্স-ইউনিয়ন বার্লিন

লেভারকুসেন-মোনাকো

সেভিয়া-পিএসভি আইন্দহফেন

সালজবুর্গ-এএস রোমা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত