আচরণবিধি লঙ্ঘন করায় কারাদণ্ড, জরিমানা
ব্রাহ্মণপাড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় দুই প্রার্থীর তিন সমর্থককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া প্রার্থীসহ ২১ জনকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার সাহেবাবাদ, মালাপাড়া, শশীদল ও দুলালপুর চার ইউনিয়নে পৃথক অভিযানে এ দণ্ড দেওয়া হয়।