Ajker Patrika

মনোনয়নপত্র প্রত্যাহার করলেন ৬০ প্রার্থী

চান্দিনা প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৬: ৪০
মনোনয়নপত্র প্রত্যাহার  করলেন ৬০ প্রার্থী

চান্দিনার ১২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫ জন প্রার্থীসহ ৬০ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। গত রোববার ছিল এসব ইউপিতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। প্রত্যাহার করা প্রার্থীদের মধ্যে সাধারণ সদস্য পদে ৩৩ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ২ জন রয়েছেন।

উপজেলার বরকরই ও শুহিনপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে সর্বোচ্চ পাঁচজন করে প্রার্থী তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এর ফলে বরকরই ইউপিতে এই পদে সর্বনিম্ন তিনজন চেয়ারম্যান পদে লড়ছেন।

এ ছাড়া জোয়াগ ইউপিতে চারজন, দোল্লাই নবাবপুর, বরকইট ও বাতাঘাসী ইউপিতে দুজন করে, কেরণখাল, গল্লাই, বাড়েরা, মাইজখার, মাধাইয়া ইউপিতে একজন করে প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

এ নিয়ে উপজেলার সুহিলপুর ইউপিতে চেয়ারম্যান পদে লড়াইয়ে টিকে থাকলেন ৭ জন, বাতাঘাসী ইউপিতে ১০ জন, মাধাইয়া ইউপিতে ৬ জন, কেরণখাল ইউপিতে ৪ জন, বাড়েরা ইউপিতে ৪ জন, এতবারপুর ইউপিতে ৫ জন, বরকইট ইউপিতে ৯ জন, মাইজখার ইউপিতে ৭ জন, দোল্লাই নবাবপুর ইউপিতে ৯ জন, গল্লাই ইউপিতে ৭ জন ও জোয়াগ ইউপিতে লড়ছেন ৫ জন প্রার্থী।

সাধারণ সদস্য পদে সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বী রয়েছে মাইজখার ইউপিতে। এই ইউপিতে সর্বোচ্চ ৭৩ জন লড়ছেন। দোল্লাই নবাবপুর ইউপিতে ৪৭ জন, বরকইট ইউপিতে ৪৪ জন, মাধাইয়া ও বরকরই ইউপিতে ৪২ জন করে, গল্লাই ইউপিতে ৪০ জন, শুহিলপুর ও বাড়েরা ইউপিতে ৩৯ জন করে, জোয়াগ ইউপিতে ৩৮, বাতাঘাসী ইউপিতে ৩৬, কেরণখাল ইউপিতে ২৮ ও এতবারপুর ইউপিতে ২৬ জন রয়েছেন।

সংরক্ষিত নারী সদস্য পদে মাইজখার ইউপিতে সর্বোচ্চ ১৭ জন, গল্লাই, দোল্লাই নবাবপুর ইউপিতে ১২ জন করে, বরকরইট ইউপিতে ১০ জন, এতবারপুর ইউপিতে ৭ জন, কেণরখাল ইউপিতে ৯ জন, জোয়াগ, শুহিলপুর, বাতাঘাসী ও বরকইট ইউপিতে ৮ জন করে এবং মাধাইয়া ইউপিতে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত