ভোট শেষে তারা মেতেছে পোস্টার ছেঁড়ার আনন্দে
যখন ভোট প্রদান শেষে গণনা ও ফলের জন্য অধীর অপেক্ষায় প্রার্থী ও সমর্থকেরা, তখন একদল শিশু মেতেছে রাস্তায় টাঙানো পোস্টার ছেঁড়ার আনন্দে। রীতিমতো হইচই করে তাঁরা মেতেছে এই কাজে। প্রতিযোগিতা চলছে, কার আগে কে ছিঁড়বে...