Ajker Patrika

ভোটকেন্দ্রে আটক ৬ এজেন্টকে জরিমানা

ভোলা প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১১: ২৬
ভোটকেন্দ্রে আটক ৬ এজেন্টকে জরিমানা

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৭টি এবং তজুমদ্দিন উপজেলার ১টি ইউপি নির্বাচন। সকাল থেকেই কেন্দ্রগুলোতে দেখা গেছে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন। তাঁরা শীত উপেক্ষা করে সারিবদ্ধ হয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। তবে অনিয়মের অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে। এক প্রার্থীর এজেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দেউলা ইউনিয়নে একটি কেন্দ্রের বাইরে ভোট শুরু হওয়ার আগে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বোরহানউদ্দিনে ভোট কেন্দ্রে নগদ টাকা নিয়ে প্রবেশের দায়ে সবুজ নামের নৌকা প্রতীকের এক এজেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ভোট চলাকালে সকালের দিকে ওই এজেন্ট ৩৭ হাজার টাকা নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। ওই টাকা তিনি ভোটারদের বিতরণের জন্য এনেছেন।

এ ছাড়া পক্ষিয়া এবং হাসাননগর ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র থেকে আরও ৬ জনকে আটক করা হয়েছে।

অপরদিকে, উপজেলার হাসান নগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে আলাউদ্দিন নামের এক এজেন্টকে মোবাইল ফোনসহ আটক করা হয়। তিনি সংরক্ষিত মহিলা আসনের উড়োজাহাজ প্রতীকের প্রার্থীর এজেন্ট ছিলেন।

ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বিভিন্ন অনিয়মের অভিযোগে আরও ৫ জনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৯ নম্বর কুতুবা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের নৌকা প্রতীকের এজেন্ট কবির চৌধুরী বলেন, ‘স্বাধীনতার পর থেকে এই প্রথম সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে।’

একই কেন্দ্রের ফুটবল প্রতীক প্রার্থীর কর্মী মনসুর চৌধুরী বলেন, ‘আমি দীর্ঘ ১৫ বছর পর এতে সুন্দর পরিবেশে ভোট হতে দেখেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত