আড়াই বছর সুযোগের অপেক্ষায় থাকা খাজাই গড়লেন ইতিহাস
একেই বোধ হয় ফিরে আসা বলে। সিডনিতে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে উসমান খাজা যা করে দেখালেন, ফিরে আসার এক নতুন গল্পই লেখা হয়ে গেছে তাতে। আড়াই বছর একটা সুযোগের অপেক্ষায় ছিলেন। তবে কোনোভাবেই সেই সুযোগ মিলছিল না। যখনই মিলল—জোড়া সেঞ্চুরিতে ইতিহাস গড়ে তবেই ক্ষান্তি দিলেন।