Ajker Patrika

বাটলারদের ছক্কা-বৃষ্টিতে জঙ্গলে বল খুঁজে হয়রান ডাচ ফিল্ডাররা

বাটলারদের ছক্কা-বৃষ্টিতে জঙ্গলে বল খুঁজে হয়রান ডাচ ফিল্ডাররা

এক অসম লড়াই বলতে যা বোঝায়, নেদারল্যান্ডস-ইংল্যান্ড সিরিজটি ঠিক তাই। আমস্টেলভিনে দুই দলের ওয়ানডে সিরিজ শুরু হয়েছে আজ। প্রথম ম্যাচেই ডাচদের ওপর দিয়ে রীতিমতো তুফান বইয়ে দিচ্ছেন ইংলিশরা।

‘বেদম পিটুনি’ খেতে খেতে নেদারল্যান্ডস বোলারদের পেট ফুলে-ফেঁপে ওঠার কথা। এখানে নিস্তার মিললে তবু না হয় হতো। রেহাই মিলছে না ফিল্ডারদেরও। ছোট্ট পৌর শহর আমস্টেলভিনের যে মাঠে খেলা চলছে, সেই ভিআরএ ক্রিকেট গ্রাউন্ডও আকারে খুব একটা বড় নয়। সাড়ে ৪ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামের গ্যালারিতেই দাঁড়িয়ে আছে শতবর্ষী লাইম গাছ।

মাঠের পাশেই আবার ঘন জঙ্গল। ইংল্যান্ডের ব্যাটাররা যেন সেটিকেই লক্ষ্যবস্তু বানিয়েছেন। ডেভিড মালান-জস বাটলার-ফিলিপ সল্টদের-লিয়াম লিভিংস্টোনদের একের পর এক ছক্কায় বল গিয়ে ঠাঁই নিচ্ছে সেখানে।

ভিআরএ ক্রিকেট গ্রাউন্ডের পাশেই রয়েছে জঙ্গল। বল বয় না থাকায় নেদারল্যান্ডস ফিল্ডারদেরই বল কুড়িয়ে আনতে হচ্ছে। মালানের সে রকমই এক ছক্কায় জঙ্গলে বল খুঁজতে খুঁজতে হয়রান অবস্থা ডাচ ফিল্ডারদের। আইসিসির এক পোস্টে দেখা যাচ্ছে, খোদ ডাচ অধিনায়ক পিটার সিলার তাঁর দুই সতীর্থকে নিয়ে জঙ্গলে বল খুঁজছেন।

বেচারা ডাচদের জন্য ব্যাপারটি বেশ কষ্টসাধ্য হলেও ক্রিকেটপ্রেমীদের হাসির খোরাক জোগাচ্ছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৪৭ ওভারে ৪ উইকেটে ৪৬১ রান! শেষ ৩ ওভারে আর ২১ রান রান তুলতে পারলেই ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রানের আগের রেকর্ডটা ভেঙে নতুন করে গড়বে বিশ্ব চ্যাম্পিয়নরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত