Ajker Patrika

বাংলাদেশকে হটিয়ে চূড়ায় ইংল্যান্ড

বাংলাদেশকে হটিয়ে চূড়ায় ইংল্যান্ড

নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেই বাংলাদেশের ঘাড়ে নিশ্বাস ফেলতে শুরু করেছিল ইংল্যান্ড। গত রাতে ডাচদের ধবলধোলাই করে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকার চূড়ায় উঠে পড়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

সিরিজের আগে বাংলাদেশের চেয়ে ২৫ পয়েন্ট পিছিয়ে ছিল ইংলিশরা। টানা তিন জয়ে ৩০ পয়েন্ট পাওয়ায় এগিয়ে গেছে তারা। এই মুহূর্তে এউইন মরগানের দলের সংগ্রহ ১২৫ পয়েন্ট, বাংলাদেশের ১২০। তৃতীয় স্থানে থাকা আফগানিস্তানের পয়েন্ট ১০০। অবশ্য ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা বাংলাদেশ দল আগামী ১০ জুলাই প্রথম ওয়ানডে জিতলেই শীর্ষস্থান ফিরে পাবে।

আমস্টেলভিনের ভিআরএ ক্রিকেট গ্রাউন্ডে কাল তৃতীয় ও শেষ ওয়ানডেতে নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। আগের দুই ম্যাচও অনায়াসে জিতেছিল সফরকারীরা। প্রথম ম্যাচে ৪৯৮ রান তুলে ওয়ানডেতে দলীয় সর্বোচ্চর বিশ্ব রেকর্ড গড়েছিল তারা।

কাল তিন ফিফটির পরও ইংল্যান্ডের সামনে লক্ষ্যটা খুব বেশি দাঁড় করাতে পারেন নেদারল্যান্ডস। ২৪৫ রানের সাদামাটা লক্ষ্য দিয়েছিল দলটি। ওপেনার জেসন রয়ের ঝোড়ো সেঞ্চুরি ও ভারপ্রাপ্ত অধিনায়ক জস বাটলারের আগ্রাসী ব্যাটিংয়ে সেই লক্ষ্য হয়ে গেছে মামুলি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত