এখনই থামতে চান না অ্যান্ডারসন
আগামীকাল ৪১ বছরে পদার্পণ করবেন জেমস মাইকেল অ্যান্ডারসন। বয়সের প্রায় ২১ বছরই কেটে গেছে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে। একজন পেস বোলারের এমন দীর্ঘ ক্যারিয়ার, দম্ভ করারই উপলক্ষ। তবে দীর্ঘ ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময়টা যেন এখনই পার করছেন অ্যান্ডারসন।