Ajker Patrika

শুধু শুধু ৩৪০০ কিলোমিটার ঘুরল ভারত 

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ২১: ৩২
শুধু শুধু ৩৪০০ কিলোমিটার ঘুরল ভারত 

বিশ্বকাপের আগে  দুটো ওয়ার্ম আপ ম্যাচ খেলার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে স্বাগতিকদের গা গরমের সুযোগ আর হলো কই। উল্টো বৃষ্টির  খেল দেখা গেছে ভারতের প্রস্তুতি ম্যাচগুলোতে। গুয়াহাটিতে বৃষ্টিতে  ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হয়নি একটি বলও। আজও তিরুবন্তপুরমে নেদারল্যান্ডসের বিপক্ষে স্বাগতিকদের দ্বিতীয় ম্যাচটিও হতে দেয়নি বৃষ্টি। 

বৃষ্টিতে ভারতীয় ক্রিকেট দলের প্রস্তুতি অবশ্য নেওয়া হয়নি ঠিকই। তবে এর মধ্যেই অনেক দীর্ঘ পথ ভ্রমণ করলেন স্বাগতিক ক্রিকেটাররা। দুটো প্রস্তুতি ম্যাচ খেলতে ভারতীয় তারকা ক্রিকেটাররা ভ্রমণ করেছেন ৩৪০০ কিলোমিটার বা ২,১৭০ মাইল। খেলা না হওয়ায় ভারতের এই লম্বা ভ্রমণ বৃথা হয়ে গেল। 

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে কয়েক দিনের বিশ্রাম পাচ্ছে স্বাগতিক ভারত। ৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে রোহিত শর্মা-বিরাট কোহলিদের। বিশ্বকাপে ভারতকে পাড়ি দিতে হবে ৯৭০০ কিলোমিটার পথ। চেন্নাই, দিল্লি, আহমেদাবাদ, পুনে, ধর্মশালা, লক্ষ্ণৌ, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু—এই ৯টি ম্যাচ ৯টি ভিন্ন ভেন্যুতে খেলতে হবে ভারতকে। যেখানে বিমানে ভারতের বড় বড় শহরগুলোতে ভ্রমণ করতেই গড়ে ৩-৪ ঘণ্টা লেগে যায়।

কদিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে তারা। সিরিজটিই শেষ প্রস্তুতি ম্যাচ হয়ে থাকল ভারতের। বিশ্বকাপের লম্বা পথ ভ্রমণের মহড়াও দিয়েছে ভারত। মোহালি, ইন্দোর, রাজকোট—ভারতের তিন রাজ্যের তিন ভেন্যুতে হয়েছে ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের সিরিজ। যেখানে মোহালি ভারতের পাঞ্জাব রাজ্যে অবস্থিত। আর ইন্দোর ও রাজকোট এই দুটি স্টেডিয়াম মধ্যপ্রদেশ ও গুজরাট রাজ্যে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত