Ajker Patrika

আজ আর পারলেন না তানজিদ তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১৭: ১৮
Thumbnail image

চার ওয়ানডে খেলে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তানজিদ হাসান তামিম। তবু তামিম ইকবালের স্থলাভিষিক্ত হিসেবে বাংলাদেশের বিশ্বকাপ সুযোগ হয়েছিল তাঁর। আর তানজিদ তামিমের বড় গুণ ইনিংসের শুরু থেকেই বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে বিপক্ষ দলকে চাপে রাখা। 

আন্তর্জাতিক ম্যাচে জ্বলে উঠতে না পারলেও বিশ্বকাপের আগমুহূর্তে রানে ফিরেছেন তামিম। গুয়াহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন ৮৮ বলে ৮৪ রানের অসাধারণ এক ইনিংস। আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ শুরু করেছিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। 

টানা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ফিফটির দিকে এগোচ্ছিলেন তামিম। কিন্তু ১৬তম ওভারে মার্ক উডের বলে ইনসাইড এজ হয়ে বোল্ড হন এই বাঁহাতি ব্যাটার। খেলেছেন ৪৪ বলে ৪৫ রানের এক ইনিংস। সাতটি চার ও একটি ছক্কা মেরেছেন। 

প্রথম প্রস্তুতি ম্যাচে ৬১ রান করা লিটন আজ ফিরেছেন ৫ রানে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ফিরে নাজমুল হোসেন শান্ত ফিরলেন ব্যর্থ হয়ে। ১১ বলে ২ রান এল তাঁর ব্যাট থেকে। আজ বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন বিশ্বকাপের সহকারী অধিনায়ক শান্তই। লিটন ও শান্ত দুজনকেই ফিরিয়েছেন রিস টপলি। ৮ রানে আদিল রশিদের শিকার হলেন মুশফিকুর রহিম। 

এ প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৩.১ ওভারে ৪ উইকেটে ১১৫ রান। মেহেদী হাসান মিরাজ ৩৯ রানে অপরাজিত আছেন। মাহমুদউল্লাহ রিয়াদ অপরাজিত আছেন ৮ রান করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত