Ajker Patrika

তামিম-স্টোকসদের মতো অবসর ভেঙে ফিরেছিলেন যাঁরা 

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১৬: ০৪
তামিম-স্টোকসদের মতো অবসর ভেঙে ফিরেছিলেন যাঁরা 

অবসর ভেঙে ফেরার ঘটনা এখন দেখা যায় হরহামেশাই। প্রথমে অবসর নেওয়ার মনস্থির করে ইউটার্ন করার ঘটনা গত কয়েক মাসে ঘটেছে অনেকবার। এই তালিকায় সর্বশেষ সংযোজন এখন বেন স্টোকস।

২০২৩ বিশ্বকাপ শুরু হতে আর ৪০ দিনও বাকি নেই। ইংল্যান্ডের ওয়ানডে দলে স্টোকসের ফেরা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল গত কদিন। ইংল্যান্ডের সীমিত ওভারের কোচ ম্যাথ্যু মট কদিন আগে এ ব্যাপারে (স্টোকসের ফেরা) আশার বাণী শুনিয়েছিলেন। ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জস বাটলার চেষ্টা করবেন বলে তখন জানিয়েছিলেন মট। অবশেষে গতকাল অবসর ভেঙে ইংল্যান্ডের ওয়ানডে দলে ফিরলেন স্টোকস। ইংলিশ এই অলরাউন্ডার টুইটারে লেখেন, ‘লল’। গত বছরের ১৮ জুলাই ইংল্যান্ডের ওয়ানডে দল থেকে অবসর নিয়েছিলেন স্টোকস।

অবসর ভেঙে ফেরার ঘোষণা দিয়েছেন তামিম ইকবালতামিম ইকবাল (বাংলাদেশ): এ বছরের ৬ জুলাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। ঠিক তার পরদিনই (৭ জুলাই) প্রধানমন্ত্রীর অনুরোধে অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। 

ইমরান খানের নেতৃত্বে ১৯৯২ বিশ্বকাপ জিতেছে পাকিস্তানইমরান খান (পাকিস্তান): পাকিস্তানের প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক ইমরান খান। তবে তাঁর সেই সৌভাগ্য নাও হতে পারত। ১৯৮৭ বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন তিনি। তখন পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন জিয়াউল হক। রাষ্ট্রপতির অনুরোধে ক্রিকেটে ফিরেছিলেন ইমরান। এরপর ইমরান খানের নেতৃত্বে ১৯৯২ বিশ্বকাপ জিতেছে পাকিস্তান। 

২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল সেরা শহীদ আফ্রিদিশহীদ আফ্রিদি (পাকিস্তান): অবসর নেওয়ার পর বারবার ফিরে আসা ক্রিকেটার হিসেবেই পরিচিত শহীদ আফ্রিদি। ২০০৬ সালে টেস্টকে বিদায় বললেও দুই সপ্তাহের মধ্যে আবার ফেরেন এই সংস্করণে। এরপর ২০১০ সালে অধিনায়ক হিসেবে একমাত্র টেস্ট খেলেই ক্রিকেটের রাজকীয় এই সংস্করণকে বিদায় জানান আফ্রিদি। এর মাঝে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন পাকিস্তানের এই অলরাউন্ডার। আর ২০১১-এর মে মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে দ্বন্দ্বের জেরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন আফ্রিদি। একই বছরের অক্টোবরে আবার ফেরেন পাকিস্তানি লেগ স্পিনিং অলরাউন্ডার।

কেভিন পিটারসেন (ইংল্যান্ড): টেস্টে মনোযোগ দিতেই ২০১১ সালে হঠাৎ করেই সীমিত ওভারের ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন কেভিন পিটারসেন। কয়েক মাস পরে আবার ফিরেছিলেন তিনি।

ব্রেন্ডন টেলর (জিম্বাবুয়ে): ২০১৫ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ব্রেন্ডন টেলর। এরপর ২০১৭ তে ফিরেছেন। ২০২১ এ আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচই জিম্বাবুয়ের এই ক্রিকেটারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত