একুশে ফেব্রুয়ারি নিয়ে নতুন ৩ গান
রফিকুল আলম ও আবিদা সুলতানার ‘বর্ণমালা’
বাস্তবজীবনের জুটি কণ্ঠশিল্পী রফিকুল আলম ও আবিদা সুলতানা একসঙ্গে খুব বেশি গান করেননি। প্রায় ১৫ বছর পর আবার একসঙ্গে গাইলেন তাঁরা। আর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একসঙ্গে গাইলেন ৪৪ বছর পর। ‘বর্ণমালা’ শিরোনামের গানটির কথা লিখেছেন রাকিবিল বারী, সুর ও সংগীত করেছেন অন্তু