Ajker Patrika

একদিনে আসিফের আট গান

বিনোদন প্রতিবেদক
একদিনে আসিফের আট গান

ঢাকা: বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সর্বাত্মক লকডাউন। সাতদিনের জন্য বন্ধ থাকবে সবরকম জনসমাগম। এতে ভালোই বিপাকে পড়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। আগামী ঈদে একগুচ্ছ গান আসবে আসিফের। সেভাবেই কাজ গুছিয়ে নিচ্ছিলেন। কিন্তু লকডাউনে ভেস্তে যেতে বসেছে সব পরিকল্পনা।

গত কয়েকদিনে টানা দশটি গানের রেকর্ডিং শেষ করেছেন আসিফ। কিন্তু শুধু অডিও রেকর্ড করলেই তো কাজ শেষ হয়ে যায় না। গানের সঙ্গে থাকবে ভিডিও। সেজন্য শুটিং করতেই হবে।

বাধ্য হয়ে একদিনেই আটটি গানের শুটিং করেছেন আসিফ। তবুও কাজ শেষ হয়নি।

এখন প্রশাসনের কাছে অনুরোধ করে বাকি কাজগুলো শেষ করতেই হবে। অন্যথায় ফেঁসে যাবে প্রডিউসার–গীতিকার–সুরকার–কম্পোজারগণ। কারণ সামনে ঈদ আসছে।

আসিফ আকবর, সংগীতশিল্পী

আসিফ জানাচ্ছেন, তাঁর শুটিংয়ে মানুষ লাগে মাত্র তিনজন। স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করতে চান তিনি।

ইথুন বাবুর সঙ্গে গান রেকর্ডিং সেশনে আসিফঈদ উপলক্ষে বেশ কয়েকজন আলোচিত সুরকার–সংগীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন আসিফ। পরিস্থিতি অনুকূলে থাকলে শওকত আলী ইমন, ইথুন বাবু, মুশফিক লিটু, তরুণ মুন্সী, ইমরান, কিশোর দাশ, শেখ রেজোয়ান–সহ আরও অনেকের সুর–সংগীতে নতুন গান আসবে আসিফের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত