আলোচিত সংগীত তারকা আসিফ আকবরের জীবনী লেখা হচ্ছে। এ মাসের শেষদিকে প্রকাশ পাবে ‘আকবর ফিফটি নট আউট’ নামের এ বই। লিখছেন সোহেল অটল।
সম্প্রতি আসিফের বায়োগ্রাফি বই ‘আকবর ফিফটি নট আউট-এর চুক্তি স্বাক্ষরিত হল। লেখক সোহেল অটল, কণ্ঠশিল্পী আসিফ আকবর ও প্রকাশনা সংস্থা সাহস পাবলিকেশনসের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়। লেখক ও শিল্পীর সঙ্গে বইটি প্রকাশনা সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন সাহস পাবলিকেশনসের কর্ণধার নাজমুল হুদা রতন।
আসিফ আকবর বলেন, ‘আমার জীবনের প্রকাশিত-অপ্রকাশিত সকল বিষয় নিয়েই এই বায়োগ্রাফি বুক। নানান বিতর্কিত বিষয় এই বইতে সংযুক্ত থাকছে। বইটি লেখার জন্য লেখক সোহেল অটল ৯ মাস ধরে প্রায় ২ শ মানুষের সাক্ষাৎকার নিয়েছেন। নানা জায়গায় গিয়েছেন। আশা করছি, এই বইয়ে তিনি আমার পঞ্চাশ বছর জীবনের পরিপূর্ণ চিত্র তুলে ধরতে পারবেন।’
আকবর ফিফটি নট আউট-এর লেখক সোহেল অটল বলেন, ‘আসিফ আকবরের জীবন নানান শাখা-প্রশাখায় বিস্তৃত। এ কারণেই তাঁর জীবনের গল্পের উপাদান তুলে আনতে কিছুটা সময় লেগেছে। আসিফ আকবর সম্পর্কে যাদের আগ্রহ আছে, ‘‘আকবর ফিফটি নট আউট’’ তাঁদের আগ্রহ মেটাতে পারবে।’
প্রায় ২০ ফর্মার ‘আকবর ফিফটি নট আউট’ বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। ৩১ মার্চ বর্ণাঢ্য প্রকাশনা উৎসবের মধ্য দিয়ে বইটি প্রকাশনের পরিকল্পনা করছে সাহস পাবলিকেশনস। বইটি একই সঙ্গে কলকাতা থেকেও প্রকাশের পরিকল্পনা রয়েছে তাদের। পরবর্তী সময়ে প্রকাশিত হবে বইটির ইংরেজি সংস্করণ। পাশাপাশি বইটির অডিও সংস্করণও শিগগিরই মুক্তি দেওয়া হবে।
আলোচিত সংগীত তারকা আসিফ আকবরের জীবনী লেখা হচ্ছে। এ মাসের শেষদিকে প্রকাশ পাবে ‘আকবর ফিফটি নট আউট’ নামের এ বই। লিখছেন সোহেল অটল।
সম্প্রতি আসিফের বায়োগ্রাফি বই ‘আকবর ফিফটি নট আউট-এর চুক্তি স্বাক্ষরিত হল। লেখক সোহেল অটল, কণ্ঠশিল্পী আসিফ আকবর ও প্রকাশনা সংস্থা সাহস পাবলিকেশনসের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়। লেখক ও শিল্পীর সঙ্গে বইটি প্রকাশনা সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন সাহস পাবলিকেশনসের কর্ণধার নাজমুল হুদা রতন।
আসিফ আকবর বলেন, ‘আমার জীবনের প্রকাশিত-অপ্রকাশিত সকল বিষয় নিয়েই এই বায়োগ্রাফি বুক। নানান বিতর্কিত বিষয় এই বইতে সংযুক্ত থাকছে। বইটি লেখার জন্য লেখক সোহেল অটল ৯ মাস ধরে প্রায় ২ শ মানুষের সাক্ষাৎকার নিয়েছেন। নানা জায়গায় গিয়েছেন। আশা করছি, এই বইয়ে তিনি আমার পঞ্চাশ বছর জীবনের পরিপূর্ণ চিত্র তুলে ধরতে পারবেন।’
আকবর ফিফটি নট আউট-এর লেখক সোহেল অটল বলেন, ‘আসিফ আকবরের জীবন নানান শাখা-প্রশাখায় বিস্তৃত। এ কারণেই তাঁর জীবনের গল্পের উপাদান তুলে আনতে কিছুটা সময় লেগেছে। আসিফ আকবর সম্পর্কে যাদের আগ্রহ আছে, ‘‘আকবর ফিফটি নট আউট’’ তাঁদের আগ্রহ মেটাতে পারবে।’
প্রায় ২০ ফর্মার ‘আকবর ফিফটি নট আউট’ বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। ৩১ মার্চ বর্ণাঢ্য প্রকাশনা উৎসবের মধ্য দিয়ে বইটি প্রকাশনের পরিকল্পনা করছে সাহস পাবলিকেশনস। বইটি একই সঙ্গে কলকাতা থেকেও প্রকাশের পরিকল্পনা রয়েছে তাদের। পরবর্তী সময়ে প্রকাশিত হবে বইটির ইংরেজি সংস্করণ। পাশাপাশি বইটির অডিও সংস্করণও শিগগিরই মুক্তি দেওয়া হবে।
ফিরোজ সাঁইয়ের গাওয়া জনপ্রিয় গান ‘এক সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হইব রং তামাশা, চক্ষু মুদিলে, হায়রে দম ফুরাইলে।’ গানটির প্রথম চার লাইন নিয়ে নতুন করে গান বাঁধলেন ডিজে রাহাত ও আদিব কবীর। গানে কণ্ঠ দিয়েছেন পারভেজ সাজ্জাদ ও ঢাকায় বসবাস করা নাইজেরিয়ান শিল্পী ওলি বয়।
১ ঘণ্টা আগেশিশু-কিশোরদের জন্য অভিনেত্রী আফসানা মিমির নতুন উদ্যোগ ‘ইচ্ছেতলা’। উত্তরার ১২ নম্বর সেক্টরে অবস্থিত প্রতিষ্ঠানটি। এখানে শিশু-কিশোরেরা নাচ, গান, অভিনয়, ছবি আঁকাসহ নানা ধরনের সংস্কৃতিচর্চা করে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রথমবারের মতো মঞ্চে নিয়ে আসছে নাটক।
১ ঘণ্টা আগেজুলাইয়ের গণ-অভ্যুত্থান স্মরণে বাংলাদেশ বেতারের জন্য তৈরি হলো নতুন গান। গানটি গেয়েছেন সংগীতশিল্পী সাব্বির জামান ও অনন্যা আচার্য্য। ‘আমরা লিখেছি বুকের রক্তে নতুন দিনের গান, অনাগত কাল ধরে রেখো তুমি এ মাটির সম্মান’—এমন কথায় গানটি লিখেছেন মোহসীন আহমেদ, সুর করেছেন মিল্টন খন্দকার।
১ ঘণ্টা আগেশারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে ২১ জুলাই রাতে বাসায় ফিরেছেন শিল্পী ফরিদা পারভীন। খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছেলে জাফর ইমাম নোমানী।
১৬ ঘণ্টা আগে