আশ্রয়ণ প্রকল্পে চাষ করা শাকসবজি উপহার পেলেন ঢাকা বিভাগীয় কমিশনার
কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কাশোরারচর এলাকায় আশ্রয়ণ প্রকল্পে ৩৪টি ঘর রয়েছে। সারিবদ্ধ দু’পাশের ঘরগুলোর মাঝের ফাঁকা জায়গায় নেট দিয়ে বানানো হয়েছে মাচা। মাচায় ঝুলছে লাউ, কুমড়া, শশা, করলা, ধুন্দল, পুইশাক, বরবাটিসহ বিভিন্ন ধরনের সবজি। এছাড়া ঘরের আঙিনায় চাষ করা হচ্ছে লালশাক। আশ্রয়ণ প্রকল্পে নিজে