প্যানডোরা পেপারসে ফাঁস টেন্ডুলকার-ইমরান খানের গোপন লেনদেন!
অনুসন্ধানী সাংবাদিকতার নতুন দৃষ্টান্ত স্থাপন করে বিশ্বজুড়ে তাবড় নেতা, ধনকুবের, বিনোদন জগতের তারকা, ক্রীড়াবিদদের আর্থিক খুঁটিনাটি ও বিপুল পরিমাণ নথি ফাঁস করেছে প্যান্ডোরা পেপার্স। এক কথায় আর্থিক কেলেঙ্কারির জালে রাঘব-বোয়ালরা। ঝুলি থেকে যেন বেরিয়ে এসেছে বিড়াল।