ইরানে চলছে পার্লামেন্ট নির্বাচন, রক্ষণশীলদের আধিপত্যের আভাস
ইরানে চলছে পার্লামেন্ট ও বিশেষজ্ঞ পরিষদের নির্বাচন। স্থানীয় সময় আজ শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোট গ্রহণের হার কম থাকার আশঙ্কার মাঝেই চলছে নির্বাচন। বার্তা সংস্থা এএফপি বলছে, নির্বাচনে জয়লাভের মাধ্যমে রক্ষণশীলরা ক্ষমতা আরও দৃঢ় করবে বলেই ধারণা করা হচ্ছে।