বিসিবিরও টাকার অভাব!
আবু হায়দার রনির পা সীমানাদড়ি স্পর্শ করেছে, সেই ছবির সঙ্গে তিনটা ইমোজি জুড়ে দিয়ে গত পরশু মুশফিকুর রহিমের ফেসবুক পোস্টের ক্যাপশন—‘মাশা আল্লাহ’। ঢাকা প্রিমিয়ার লিগে নিজের বিতর্কিত আউট নিয়ে একধরনের প্রতিবাদই করেছেন এই তারকা ক্রিকেটার। দেশের ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিংয়ে যে বিতর্ক পিছু ছাড়ে না, মুশফিকের এ