২৬ বছরের পুরোনো ঘটনাই কি তাহলে ফিরছে আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্টে    
গ্রেটার নয়ডার স্পোর্টিং কমপ্লেক্সে আফগানিস্তান-নিউজিল্যান্ড ঐতিহাসিক টেস্ট নিয়ে কতই না রোমাঞ্চ অপেক্ষা করছিল। তবে খেলোয়াড়, ভক্ত-সমর্থকদের বাজেভাবে হতাশ করল নয়ডার আবহাওয়া। ম্যাচের ফল আসা তো দূরে থাক, মাঠে আদৌ ম্যাচ গড়ায় কি না সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন।