আমরা গর্বিত, আমাদের একজন আইভী আছে: শিক্ষামন্ত্রী
পুরুষ যেসব কাজ করে নারীরা সেগুলো তো করেই, সেই সঙ্গে একটা কাজ করে যেটা প্রকৃতিপ্রদত্ত, সেটা হলো— সন্তান ধারণ এবং জন্মদান। এটা স্রষ্টারই নির্ধারণ করে দেওয়া যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা, সবচেয়ে কষ্টের কাজটা নারী করবে। কারণ নারীকে কোনো কাজের দায়িত্ব দেওয়া হলে সে তা থেকে পালিয়ে যায় না।