নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘নগর-পরিকল্পনায় নারী নেতৃত্বের প্রমাণ হলো নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী। তাঁর সাফল্যের কারণে ভোটাররা বারবার তাঁকে নির্বাচিত করছে। আমরা গর্বিত কারণ আমাদের একজন সেলিনা হায়াৎ আইভী আছে।’
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভায় এ কথা বলেন শিক্ষামন্ত্রী। আজ শুক্রবার রাজধানীর বাংলামোটরে প্ল্যানার্স টাওয়ারে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘পুরুষ যেসব কাজ করে নারীরা সেগুলো তো করেই, সেই সঙ্গে একটা কাজ করে যেটা প্রকৃতিপ্রদত্ত, সেটা হলো— সন্তান ধারণ এবং জন্মদান। এটা স্রষ্টারই নির্ধারণ করে দেওয়া যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা, সবচেয়ে কষ্টের কাজটা নারী করবে। কারণ নারীকে কোনো কাজের দায়িত্ব দেওয়া হলে সে তা থেকে পালিয়ে যায় না।’
‘দেশে তৃণমূল পর্যায়ে নারীর অংশগ্রহণ সংখ্যায় অনেক বেশি হলেও সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে নারী কম’ উল্লেখ করে দীপু মনি বলেন, ‘সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে নারীর সংখ্যা বৃদ্ধি খুব দরকার। কারণ এ ক্ষেত্রে নারীর অংশগ্রহণ না থাকলে দেশের অর্ধেক জনগোষ্ঠীর প্রয়োজনটা আমাদের জানাই হবে না।’
তিনি জানান, এখন সচিব পর্যায়ে ২০ শতাংশ নারী। বিচার বিভাগ থেকে শুরু করে সব জায়গায় নারীরা আছে। এ জন্য প্রধানমন্ত্রীর বিশেষ ধন্যবাদ প্রাপ্য।
একজন সেলিনা হায়াৎ আইভী বহু কন্যাশিশুর কাছে অনুপ্রেরণার নাম বলে মন্তব্য করে দীপু মনি বলেন, ‘আমাদের আরও সেলিনা হায়াৎ আইভী দরকার।’
ঘরে এবং বাইরে সমস্ত কাজ নারীরা করছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এতে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে পুরুষ।
পুরুষেরা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হলো অফিস করে বাসায় এসে চ্যানেল সার্ফিং করা। অফিস থেকে বাসায় ফিরে নারী সোজা চলে যায় রান্না ঘরে। আর পুরুষ টেলিভিশন দেখতে বসে যায়। নারী-পুরুষ প্রতিপক্ষ নয়। আমাদের সমস্যা পুরুষতান্ত্রিকতা।’ এ সময় পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘নগর-পরিকল্পনায় নারী নেতৃত্বের প্রমাণ হলো নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী। তাঁর সাফল্যের কারণে ভোটাররা বারবার তাঁকে নির্বাচিত করছে। আমরা গর্বিত কারণ আমাদের একজন সেলিনা হায়াৎ আইভী আছে।’
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভায় এ কথা বলেন শিক্ষামন্ত্রী। আজ শুক্রবার রাজধানীর বাংলামোটরে প্ল্যানার্স টাওয়ারে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘পুরুষ যেসব কাজ করে নারীরা সেগুলো তো করেই, সেই সঙ্গে একটা কাজ করে যেটা প্রকৃতিপ্রদত্ত, সেটা হলো— সন্তান ধারণ এবং জন্মদান। এটা স্রষ্টারই নির্ধারণ করে দেওয়া যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা, সবচেয়ে কষ্টের কাজটা নারী করবে। কারণ নারীকে কোনো কাজের দায়িত্ব দেওয়া হলে সে তা থেকে পালিয়ে যায় না।’
‘দেশে তৃণমূল পর্যায়ে নারীর অংশগ্রহণ সংখ্যায় অনেক বেশি হলেও সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে নারী কম’ উল্লেখ করে দীপু মনি বলেন, ‘সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে নারীর সংখ্যা বৃদ্ধি খুব দরকার। কারণ এ ক্ষেত্রে নারীর অংশগ্রহণ না থাকলে দেশের অর্ধেক জনগোষ্ঠীর প্রয়োজনটা আমাদের জানাই হবে না।’
তিনি জানান, এখন সচিব পর্যায়ে ২০ শতাংশ নারী। বিচার বিভাগ থেকে শুরু করে সব জায়গায় নারীরা আছে। এ জন্য প্রধানমন্ত্রীর বিশেষ ধন্যবাদ প্রাপ্য।
একজন সেলিনা হায়াৎ আইভী বহু কন্যাশিশুর কাছে অনুপ্রেরণার নাম বলে মন্তব্য করে দীপু মনি বলেন, ‘আমাদের আরও সেলিনা হায়াৎ আইভী দরকার।’
ঘরে এবং বাইরে সমস্ত কাজ নারীরা করছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এতে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে পুরুষ।
পুরুষেরা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হলো অফিস করে বাসায় এসে চ্যানেল সার্ফিং করা। অফিস থেকে বাসায় ফিরে নারী সোজা চলে যায় রান্না ঘরে। আর পুরুষ টেলিভিশন দেখতে বসে যায়। নারী-পুরুষ প্রতিপক্ষ নয়। আমাদের সমস্যা পুরুষতান্ত্রিকতা।’ এ সময় পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
মাঝনদীতে আটকা পড়া এসব ফেরিতে ১৫টির মতো যাত্রীবাহী বাস আছে। এসব বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে পাটুরিয়া ঘাটে ৩০টির মতো যাত্রীবাহী বাস এবং শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।
১ ঘণ্টা আগেটঙ্গীতে প্রথম ধাপের বিশ্ব ইজতেমায় ইয়াকুব আলী (৬০) নামের আরেক মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইজতেমা ময়দানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে গভীর রাতে তাঁর মৃত্যু হয়। ইয়াকুব আলী হবিগঞ্জের বাহুবল উপজেলার রাধবপুর গ্রামের নওয়াব উল্লাহ ছেলে।
১ ঘণ্টা আগেরাজধানীর আদাবরে গত বৃহস্পতিবার দিনদুপুরে ছিনতাইকারীদের চাপাতির কোপে সুমন শেখ (২৬) নামে এক যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁর কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ভুক্তভোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
১ ঘণ্টা আগেঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
২ ঘণ্টা আগে