বিনোদন প্রতিবেদক, ঢাকা
কনসার্ট, প্লেব্যাক ও নতুন গান নিয়ে সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা ব্যস্ত সারা বছরই। আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কনার সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। বিনোদনজগতে একজন নারী হিসেবে তিনি কতটা নিরাপদে কাজ করতে পারছেন, সে বিষয়ে জানতে চাওয়া হয় কনার কাছে।
আজকের পত্রিকাকে কনা বলেন, ‘আসলে শুধু বিনোদন নয়, আমার কাছে মনে হয় সব জায়গা একই। আসলে নির্ভর করে আপনি কাদের সঙ্গে কাজ করছেন, আপনার আশপাশের মানুষ কারা। আমি আমার আশপাশের জায়গাটা আমার মতো করে নিরাপদ বানিয়ে নিয়েছি।’
কনা আরও বলেন, ‘দেখুন, কনসার্টের সময়ে মাসে একটানা ২০ দিনও ঢাকার বাইরে থাকতে হয়। আমার আশপাশের মানুষগুলো যদি আমার পাশে ভরসা হয়ে না থাকত, তাহলে অনেক সমস্যার সম্মুখীন হতাম। তবে জীবনে কিছু কিছু দুর্ঘটনা বলে আসে না। সেগুলো মানুষের জীবনে হতেই পারে।’
কনা বর্তমানে ব্যস্ত আছেন কনসার্ট ও প্লেব্যাক নিয়ে। সম্প্রতি কণ্ঠ দিয়েছেন দুটি সিনেমার গানে। সামনের ঈদে আসছে কনার নতুন তিনটি গান।
দিলশাদ নাহার কনা ২০০০ সালে এন্ড্রু কিশোরের সঙ্গে প্রথম প্লে-ব্যাক করেন। ২০০৬ সালে প্রথম একক অ্যালবাম ‘জ্যামিতিক ভালোবাসা’ প্রকাশ করেন কনা। ২০০৮ সালে জি সিরিজ থেকে ফুয়াদের সঙ্গে অ্যালবাম করার সুযোগ পান তিনি। ‘ফুয়াদ ফিচারিং কনা’ শিরোনামের অ্যালবামটি অনেক দর্শকপ্রিয়তা পায়। ২০১১ সালে ‘ধিন তা না’ গান প্রকাশের পর দর্শক-শ্রোতার প্রচুর ভালোবাসা পান কনা। এ ছাড়া তাঁর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘চল ভিজি বৃষ্টিতে’, ‘রেশমি চুড়ি’ ও ‘শূন্য থেকে আসে প্রেম’।
কনসার্ট, প্লেব্যাক ও নতুন গান নিয়ে সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা ব্যস্ত সারা বছরই। আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কনার সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। বিনোদনজগতে একজন নারী হিসেবে তিনি কতটা নিরাপদে কাজ করতে পারছেন, সে বিষয়ে জানতে চাওয়া হয় কনার কাছে।
আজকের পত্রিকাকে কনা বলেন, ‘আসলে শুধু বিনোদন নয়, আমার কাছে মনে হয় সব জায়গা একই। আসলে নির্ভর করে আপনি কাদের সঙ্গে কাজ করছেন, আপনার আশপাশের মানুষ কারা। আমি আমার আশপাশের জায়গাটা আমার মতো করে নিরাপদ বানিয়ে নিয়েছি।’
কনা আরও বলেন, ‘দেখুন, কনসার্টের সময়ে মাসে একটানা ২০ দিনও ঢাকার বাইরে থাকতে হয়। আমার আশপাশের মানুষগুলো যদি আমার পাশে ভরসা হয়ে না থাকত, তাহলে অনেক সমস্যার সম্মুখীন হতাম। তবে জীবনে কিছু কিছু দুর্ঘটনা বলে আসে না। সেগুলো মানুষের জীবনে হতেই পারে।’
কনা বর্তমানে ব্যস্ত আছেন কনসার্ট ও প্লেব্যাক নিয়ে। সম্প্রতি কণ্ঠ দিয়েছেন দুটি সিনেমার গানে। সামনের ঈদে আসছে কনার নতুন তিনটি গান।
দিলশাদ নাহার কনা ২০০০ সালে এন্ড্রু কিশোরের সঙ্গে প্রথম প্লে-ব্যাক করেন। ২০০৬ সালে প্রথম একক অ্যালবাম ‘জ্যামিতিক ভালোবাসা’ প্রকাশ করেন কনা। ২০০৮ সালে জি সিরিজ থেকে ফুয়াদের সঙ্গে অ্যালবাম করার সুযোগ পান তিনি। ‘ফুয়াদ ফিচারিং কনা’ শিরোনামের অ্যালবামটি অনেক দর্শকপ্রিয়তা পায়। ২০১১ সালে ‘ধিন তা না’ গান প্রকাশের পর দর্শক-শ্রোতার প্রচুর ভালোবাসা পান কনা। এ ছাড়া তাঁর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘চল ভিজি বৃষ্টিতে’, ‘রেশমি চুড়ি’ ও ‘শূন্য থেকে আসে প্রেম’।
সিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
২ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
২ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৩ ঘণ্টা আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
৩ ঘণ্টা আগে