মামলা জট কমানোর কোনো জাদুর কাঠি আমার কাছে নেই: আইনমন্ত্রী
মামলা জটের সংকট থেকে বের হওয়ার জন্য আপনাদেরকে উদ্ভাবনী চিন্তা করা লাগবে। আপনারা প্ল্যান দেন, মামলা জট কমানোর জন্য যদি আইনের কোন ধারাও পরিবর্তন করা লাগে তা আমরা করবো। তিনি বলেন, একটা জেলায় অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ আছে, সিনিয়র সহকারী জজ আছে আরও অনেক কিছুই আছে