ইসরায়েল যাওয়ার শাস্তি কোন আইনে, একে অপরকে দেখাচ্ছেন দুই মন্ত্রী
আমার মনে হয় এটা উনাকে জিজ্ঞেস করা ভালো হবে। উনিই (পররাষ্ট্র মন্ত্রী) এটার ব্যাখ্যা দিক, …আমাকে জিজ্ঞাসা না করে…। সব আইনের ব্যাপারে আপনারা আমাকে জিজ্ঞেস করেন, উনি (পররাষ্ট্রমন্ত্রী) কোন আইন দেখিয়ে এটা বলেছেন, এটা জিজ্ঞেস করেন উনাকে (পররাষ্ট্রমন্ত্রী)