নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৭২ ঘণ্টা পর পুলিশ যেন কোনো ধর্ষণ মামলার এজাহার না নেয়, এমন পর্যবেক্ষণ দেওয়া সেই বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন সুপ্রিম কোর্ট। গতকাল তাঁর বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার পর বর্তমান কর্মস্থল থেকে তাঁকে প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করতে চিঠি দেওয়া হয়। এরপর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেছেন, ধর্ষণ মামলার রায়ের পর্যবেক্ষণে ভুল বার্তা দেওয়ায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক মোছা. কামরুন্নাহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের মুখপাত্র সাইফুর রহমান সাংবাদিকদের জানান, জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে প্রধান বিচারপতি এ নির্দেশ দিয়েছেন। কামরুন্নাহারকে প্রত্যাহার করতে আইন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সূত্র জানায়, প্রতিদিনের মতো গতকাল সকালে নিজের দপ্তরে আসেন কামরুন্নাহার। খাসকামরায় বসে তিনি সুপ্রিম কোর্টের আদেশ পান। এরপর আর তিনি মামলা পরিচালনার জন্য এজলাসে বসেননি।
বিচারকাজ থেকে কামরুন্নাহারকে সরিয়ে দেওয়ার পর আইনমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ওই বিচারকের কিছুই কেড়ে নেওয়া হচ্ছে না। আইনে যে বিধান আছে, সেটাই করা হচ্ছে। এমন ঘটনা ঘটলে প্রধান বিচারপতির ক্ষমতা আছে কিছুদিনের জন্য বিচারিক দায়িত্ব থেকে সরিয়ে রাখা।
আনিসুল হক বলেন, ‘ওই বিচারক উন্মুক্ত আদালতে বলেছেন, ৭২ ঘণ্টা পর কেউ ধর্ষণ মামলা করতে এলে সেটা যেন না নেওয়া হয়। এটাই হচ্ছে আপত্তির জায়গা। কোনো ফৌজদারি অপরাধে মামলা করার ব্যাপারে সময় কোনো বিষয় না। আবার কোনো নাগরিককে আইনি অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। বিচারক যে বক্তব্য দিয়েছেন, সেটা সংবিধানের ৩১ অনুচ্ছেদের পরিপন্থী। সে কারণে বিচার বিভাগের প্রধানকে ব্যবস্থা নিতে হয়েছে। আইনমন্ত্রী হিসেবে নির্বাহী বিভাগ থেকেও আমি প্রধান বিচারপতির কাছেই বিচার চাইতে পারি। কারণ বিচার বিভাগ স্বাধীন। সে কারণে এ বক্তব্য বিজ্ঞ বিচারকদের জন্য বিব্রতকর। এটা একটা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ভুল নির্দেশনা দেওয়া হয়।’
বিচারক প্রভাবিত হয়ে ধর্ষণ মামলার রায় দিয়েছেন কি না, সেই প্রশ্নের জবাব দেননি আইনমন্ত্রী। তিনি বলেন, ‘রায়ের ব্যাপারে আমি কোনো বক্তব্য দেব না।’
রাজধানীর বনানীতে রেইনট্রি হোটেলে দুই নারীকে ধর্ষণের মামলায় গত বৃহস্পতিবার পাঁচ আসামির সবাইকে খালাস দেন বিচারক কামরুন্নাহার। রায়ের পর্যবেক্ষণে তিনি বলেন, ৭২ ঘণ্টা পর মেডিকেল পরীক্ষা করা হলে ধর্ষণের আলামত পাওয়া যায় না। ওই সময়ের পর ধর্ষণ মামলার এজাহার না নিতেও পরামর্শ দেওয়া হয় পর্যবেক্ষণে। এ ছাড়া ধর্ষণের অভিযোগ আনা দুই তরুণী ‘সেক্সুয়াল পারফরম্যান্সে’ অভ্যস্ত ছিলেন বলে উল্লেখ করেন।
এভাবে যৌন হয়রানির অভিযোগকারীদের চরিত্রহননকারী সাক্ষ্য আইনের ১৫৫ (৪) ও ১৪৬ (৩) ধারা বাতিল চেয়ে রিট করা হয়েছে। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং নারীপক্ষ এই রিট দায়ের করে। আবেদনে ১৯৭২ সালের সাক্ষ্য আইনের ওই দুটি ধারা কেন অসাংবিধানিক ও বাতিল করা হবে না, সেই মর্মে রুল জারির আরজি জানানো হয়েছে।
রোববার রিটকারীদের আইনজীবী সারা হোসেন বলেন, এ ধারাগুলোতে বলা আছে, অভিযোগকারীকে আদালতে তাঁর চরিত্র এবং ইতিহাস নিয়ে প্রশ্ন ও জেরা করা যায়। অনেক দিন ধরে এগুলো বাতিলের জন্য আন্দোলন হয়েছে। আগামী সপ্তাহে শুনানি হতে পারে বলে তিনি জানান।
৭২ ঘণ্টা পর পুলিশ যেন কোনো ধর্ষণ মামলার এজাহার না নেয়, এমন পর্যবেক্ষণ দেওয়া সেই বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন সুপ্রিম কোর্ট। গতকাল তাঁর বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার পর বর্তমান কর্মস্থল থেকে তাঁকে প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করতে চিঠি দেওয়া হয়। এরপর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেছেন, ধর্ষণ মামলার রায়ের পর্যবেক্ষণে ভুল বার্তা দেওয়ায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক মোছা. কামরুন্নাহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের মুখপাত্র সাইফুর রহমান সাংবাদিকদের জানান, জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে প্রধান বিচারপতি এ নির্দেশ দিয়েছেন। কামরুন্নাহারকে প্রত্যাহার করতে আইন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সূত্র জানায়, প্রতিদিনের মতো গতকাল সকালে নিজের দপ্তরে আসেন কামরুন্নাহার। খাসকামরায় বসে তিনি সুপ্রিম কোর্টের আদেশ পান। এরপর আর তিনি মামলা পরিচালনার জন্য এজলাসে বসেননি।
বিচারকাজ থেকে কামরুন্নাহারকে সরিয়ে দেওয়ার পর আইনমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ওই বিচারকের কিছুই কেড়ে নেওয়া হচ্ছে না। আইনে যে বিধান আছে, সেটাই করা হচ্ছে। এমন ঘটনা ঘটলে প্রধান বিচারপতির ক্ষমতা আছে কিছুদিনের জন্য বিচারিক দায়িত্ব থেকে সরিয়ে রাখা।
আনিসুল হক বলেন, ‘ওই বিচারক উন্মুক্ত আদালতে বলেছেন, ৭২ ঘণ্টা পর কেউ ধর্ষণ মামলা করতে এলে সেটা যেন না নেওয়া হয়। এটাই হচ্ছে আপত্তির জায়গা। কোনো ফৌজদারি অপরাধে মামলা করার ব্যাপারে সময় কোনো বিষয় না। আবার কোনো নাগরিককে আইনি অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। বিচারক যে বক্তব্য দিয়েছেন, সেটা সংবিধানের ৩১ অনুচ্ছেদের পরিপন্থী। সে কারণে বিচার বিভাগের প্রধানকে ব্যবস্থা নিতে হয়েছে। আইনমন্ত্রী হিসেবে নির্বাহী বিভাগ থেকেও আমি প্রধান বিচারপতির কাছেই বিচার চাইতে পারি। কারণ বিচার বিভাগ স্বাধীন। সে কারণে এ বক্তব্য বিজ্ঞ বিচারকদের জন্য বিব্রতকর। এটা একটা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ভুল নির্দেশনা দেওয়া হয়।’
বিচারক প্রভাবিত হয়ে ধর্ষণ মামলার রায় দিয়েছেন কি না, সেই প্রশ্নের জবাব দেননি আইনমন্ত্রী। তিনি বলেন, ‘রায়ের ব্যাপারে আমি কোনো বক্তব্য দেব না।’
রাজধানীর বনানীতে রেইনট্রি হোটেলে দুই নারীকে ধর্ষণের মামলায় গত বৃহস্পতিবার পাঁচ আসামির সবাইকে খালাস দেন বিচারক কামরুন্নাহার। রায়ের পর্যবেক্ষণে তিনি বলেন, ৭২ ঘণ্টা পর মেডিকেল পরীক্ষা করা হলে ধর্ষণের আলামত পাওয়া যায় না। ওই সময়ের পর ধর্ষণ মামলার এজাহার না নিতেও পরামর্শ দেওয়া হয় পর্যবেক্ষণে। এ ছাড়া ধর্ষণের অভিযোগ আনা দুই তরুণী ‘সেক্সুয়াল পারফরম্যান্সে’ অভ্যস্ত ছিলেন বলে উল্লেখ করেন।
এভাবে যৌন হয়রানির অভিযোগকারীদের চরিত্রহননকারী সাক্ষ্য আইনের ১৫৫ (৪) ও ১৪৬ (৩) ধারা বাতিল চেয়ে রিট করা হয়েছে। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং নারীপক্ষ এই রিট দায়ের করে। আবেদনে ১৯৭২ সালের সাক্ষ্য আইনের ওই দুটি ধারা কেন অসাংবিধানিক ও বাতিল করা হবে না, সেই মর্মে রুল জারির আরজি জানানো হয়েছে।
রোববার রিটকারীদের আইনজীবী সারা হোসেন বলেন, এ ধারাগুলোতে বলা আছে, অভিযোগকারীকে আদালতে তাঁর চরিত্র এবং ইতিহাস নিয়ে প্রশ্ন ও জেরা করা যায়। অনেক দিন ধরে এগুলো বাতিলের জন্য আন্দোলন হয়েছে। আগামী সপ্তাহে শুনানি হতে পারে বলে তিনি জানান।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫