জর্জিয়ায় মানব ডিম্বাণু খামার থেকে ৩ থাই নারী উদ্ধার
জর্জিয়ায় একটি ‘মানব ডিম্বাণু খামারের’ সন্ধান পাওয়া গেছে। ব্যাংকক পোস্টের প্রতিবেদন থেকে জানা গেছে, চীনা গ্যাংস্টারদের পরিচালিত এই ‘মানব ডিম্বাণু খামার’ থেকে ভুক্তভোগী তিন নারীকে উদ্ধার করেছে থাইল্যান্ডের পুলিশ। উদ্ধার হওয়া নারীরা জানান, তাঁদের অজ্ঞান করে প্রতি ঋতুচক্রে ডিম্বাণু সংগ্রহ করা হতো।