ইজতেমা ময়দানে হামলা হতে পারে— প্রচার চালানো ব্যক্তি আটক: জিএমপি কমিশনার
সংবাদ সম্মেলনে নাজমুল করিম খান বলেন, ‘এখানে (ইজতেমা ময়দান) হামলা হতে পারে। আমরা এটিকে উড়িয়ে দিচ্ছি না। আমরা এটি নিয়ে কাজ করছি। এটি হয়তো বা ধর্মপ্রাণ মুসলমানদের ভয় দেখানোর জন্য, যাতে সমাবেশে লোকসমাগম না হয়, সে জন্য করা হতে পারে। আমি আপনাদের অনুরোধ রাখব, এটিতে ভয় পাওয়ার কিছু নাই।’