দরিদ্রদের জন্য তৃপ্তির আহার ‘আইডিয়া’র
তাদের চোখে-মুখে অন্য রকম আনন্দ। সামনের টেবিলে চিনামাটির প্লেটে সাজানো পোলাও, ডিম, ডাল, মাছ, রোস্ট ও দই। তাদের কেউ থাকে বস্তিতে, কেউবা রেলস্টেশনে। আবার কেউ ঘোরে পথে পথে। গতকাল শুক্রবার দুপুরে অসহায় এমন সাড়ে ৩০০ নারী, পুরুষ ও শিশু এসেছিল যশোর শহরের খড়কি এলাকার আইডিয়া সমাজকল্যাণ সংস্থায়। সুসজ্জিত চেয়ার