করোনা বাড়ছে, তবু উদাস
যশোরে উদ্বেগজনক হারে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। প্রতিদিনই বাড়ছে শনাক্তের হার। যশোরে জ্যামিতিক হারে করোনা রোগী বাড়লেও স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে জনসাধারণের মাঝে উদাসীনতা দেখা গেছে। প্রশাসন এ বিষয়ে অভিযান শুরু করলেও, জনসাধারণের ঢিলেমি আর অসচেতনতার কারণে এখানে উপেক্ষিত সরকারি বিধিনিষেধ।