অন্বেষণ গণপাঠাগারে খুদে পাঠকেরা বই পড়ায় ব্যস্ত
মুলাদীতে বই পড়তে অন্বেষণ গণপাঠাগার ও সমাজ উন্নয়ন কেন্দ্রে যাচ্ছে খুদে পাঠকেরা। গল্প, কবিতা, কমিকসসহ বিভিন্ন ধরনের বইয়ের সন্ধানে তারা পাঠাগারে ভিড় করছে। পাঠাগারের উদ্যোক্তারাও বাচ্চাদের জন্য প্রায় ২ হাজার বই সংগ্রহে রেখেছেন। শিশুদের বই পড়ার অভ্যাস গড়তে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পাঠাগার কর্তৃপক্