বিশ্বকাপের ব্যর্থতায় বদলের তাগিদ, ডাকও
টপ অর্ডার ব্যর্থ, মিডল অর্ডারও। মাহমুদউল্লাহর কল্যাণে দু-একটা ম্যাচে লোয়ার অর্ডার ব্যাটিং দৃঢ়তা দেখালেও এই বিশ্বকাপে ব্যাটাররা পুরোপুরি ব্যর্থ বলা থেকে বিরত রাখার জন্য সেটা যথেষ্ট নয়। বোলাররাও কি খুব ভালো করেছেন! তুলনামূলকভাবে হয়তো কিছুটা ভালো করেছেন, কিন্তু কোনো একটা অঙ্গ যখন কাজ না করে, তখন সেটার