আর্সেনালের ১১ বছরের অপেক্ষা কি এবার ফুরাবে
অ্যানফিল্ড থেকে জয় নিয়ে ফেরা যেকোনো দলেরই স্বপ্ন। লিভারপুল তাদের ঘরের মাঠে কেমন, কারও অজানা নয়। সেটি আরো বেশি জানা আর্সেনালের। প্রিমিয়ার লিগে ১১ বছর ধরে অ্যানফিল্ডের লালদুর্গ জয় করা হয়নি গানারদের। তবে এবার এই অপেক্ষার অবসান চান মিকেল আর্তেতা। আজ রাতে লিভারপুলের মুখোমুখি হওয়ার আগে শিষ্যদের প্রতি তাঁর