জার্সি দেখেই এখন চেনা লাগে চেলসিকে
খারাপ সময় আসে। তাই বলে এমন! দুরবস্থা যেন পিছুই ছাড়ছে না চেলসির। গত দুই মৌসুমে রেকর্ড অঙ্কের চুক্তিতে একের পর এক তারকা খেলোয়াড় কিনেও ফলাফল শূন্য, ব্লুজদের কেবিনেটে জমা হয়নি একটি ট্রফিও। এমনকি আগের মৌসুমে খেলতে পারেনি ইউরোপিয়ান কোনো টুর্নামেন্টেও।