আবারও পাকিস্তান ধপাস করে ভেঙে পড়বে, বলছেন ভন
‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানের কখন যে কী হয়, সেটা ধারণা করা মুশকিল। সংস্করণ যা-ই হোক, তাদের ম্যাচের মোমেন্টাম বদলে যায় মুহূর্তের মধ্যে। মাইকেল ভনের ধারণা, মুলতানে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের ইনিংস ধসে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে।