অল্পের জন্য আইপিএলের ছক্কার রেকর্ডটা ভাঙা গেল না
অর্থের ঝনঝনানি, রানের বন্যা—আইপিএলকে ‘পাখির চোখ’ করেন বিশ্বের অনেক তারকা ক্রিকেটার। হাউজফুল স্টেডিয়ামে একের পর এক ছক্কা গ্যালারিতে যখন আছড়ে পড়ে, তখন শোনা যায় দর্শকদের গর্জন। ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ছক্কার রেকর্ডও আজ প্রায় ভাঙতে বসেছিল।