Ajker Patrika

আইপিএল মেগা নিলামে রোহিতকে পেতে হুড়োহুড়ি লাগবে মনে করেন হরভজন

আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ১৯: ২৯
আইপিএল মেগা নিলামে রোহিতকে পেতে হুড়োহুড়ি লাগবে মনে করেন হরভজন

সামনে ২০২৫ আইপিএলের মেগা নিলাম। সেই নিলামে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক রোহিত শর্মাকে পেতে লাইন লাগবে মনে করেন হরভজন সিং। 

আগামী নভেম্বরের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে হতে পারে এবারের আইপিএলের মেগা নিলাম। সবার মনে করছেন সেই নিলামে সবার চোখ থাকবে মুম্বাই ইন্ডিয়ানসের ওপর। গত আইপিএলে রোহিতকে সরিয়ে হার্দিক পান্ডিয়ার হাতে নেতৃত্ব তুলে দেন ফ্র্যাঞ্চাইজিটির কর্তৃপক্ষ। 

কিন্তু সিদ্ধান্তটি মেনে নিতে পারেননি মুম্বাই ও রোহিতের ভক্তরা। গুজরাট টাইটানস ছেড়ে মুম্বাইয়ে ফিরলেও খুশি হতে পারেননি তাঁরা। এমনকি মাঠে এসে হার্দিককে দুয়োধ্বনিও দেন। মুম্বাইকে পাঁচবার আইপিএল শিরোপা জিতিয়েছেন রোহিত। তাঁর মতো অভিজ্ঞ এক অধিনায়ককে নেতৃত্ব হারাতে দেখে স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হয়েছিলেন সমর্থকেরা। হার্দিকের অধীনে মুম্বাইও গত সংস্করণে পায়নি সাফল্যের দেখা। 

তবে এবারের আইপিএল ভিন্ন রকম হতে পারে ভারতীয় অলরাউন্ডারের। ফর্মে ফিরেছেন তিনি। রোহিতের নেতৃত্বে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তবে জাতীয় দলে এক জার্সিতে খেললেও হয়তো আইপিএলে আর একসঙ্গে দেখা যাবে না দুজনকে। শোনা যাচ্ছে, মুম্বাই রোহিতকে ছেড়ে দেবে। তাঁর সাবেক মুম্বাই সতীর্থ হরভজন মনে করেন, মুম্বাই যদি রোহিতকে না রাখে, তবে নিলামে ৩৭ বছর বয়সী ব্যাটারকে পেতে হুড়োহুড়ি লেগে যাবে। 

গতকাল বৃহস্পতিবার হরভজন টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘তাকে (রোহিত) ধরে রাখে কী রাখে না, সেটা দেখাটা আকর্ষণীয় হবে। তাকে যদি নিলামের পুলে তোলা হয়, তবে কোন দল তার জন্য বিড করবে—সেটা দেখাটা মজার হবে। আমি নিশ্চিত, অনেক দলও এমনভাবে চিন্তা করছে।’ 

ভারতের সাবেক অফ স্পিনার আরও বলেন, ‘রোহিত শর্মা নেতা ও খেলোয়াড় হিসেবে অসাধারণ। সে পরীক্ষিত ম্যাচ উইনার, ৩৭ বছর বয়সেও। এখনো ক্রিকেটকে দেওয়ার মতো অনেক কিছু আছে তার। যদি রোহিত নিলামে উঠে, সে বড় অঙ্কের অর্থ পাবে। তাকে নিলামে দেখাটা উত্তেজনাপূর্ণ হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত