কোহলি-ধোনির লড়াইয়ে বৃষ্টির আশঙ্কা, প্লে-অফে যাচ্ছে কোন দল
কারও পৌষ মাস, কারও সর্বনাশ—গুজরাট টাইটানস, রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরু দুটি দল চাইলে এখন এ কথা ভাবতেই পারে। গুজরাটের প্লে-অফে যাওয়ার সম্ভাবনাটুকু নষ্ট করে বৃষ্টি। অন্যদিকে সম্ভাবনার দুয়ার খুলে যায় বেঙ্গালুরুর। তবে আগামীকাল বিরাট কোহলি-মাহেন্দ্র সিং ধোনির লড়াইয়ে বাগড়া দিতে পারে বৃষ্টি।